ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সজিনার গাছ লাগানোর কারনে ভাতিজাকে খুন করল চাচা

আল আমিন | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০৩:০৫

আল আমিন
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০৩:০৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে সজিনার গাছ লাগানোর ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে মানিক শাহ (৪০) নামের এক ভাতিজা খুন হয়েছে।

গতকাল(৮ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক শাহ ওই গ্রামের ময়েন শাহ’র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় মানিক শাহ্ তার বাড়ির সীমানায় সজিনার গাছ লাগাতে যায়। এসময় চাচা জাহাঙ্গীর শাহ্ তাকে বাধা দেয়। কিন্তু তিনি কোন কথা না শুনেই গাছ লাগাতে চাইলে এনিয়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়।

পরে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীর শাহ ও তার ছেলে রুহুল আমিন তার বুকে কিল-ঘুষিসহ মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে করে মানিক শাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: