ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভাঙ্গায় দুই জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, আহত ১

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ২০:৩৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ২০:৩৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রুতবেদক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আমিনুল নামের আরো এক জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে ওরা তিন জন বাড়ী ফেরার পথে এ নৃশংস হত্যাকান্ড ঘটে। নিহতরা হচ্ছেন- দল নেতা কামরুল মাতুব্বর (৩২) ও ছলেমান শরীফ (৩৫) তাদের উভয়ের বাড়ী জান্দি গ্রামে।

এলাকাবাসী জানায়, জান্দি গ্রামে দুটি গ্রুপের দুই জন নেতৃত্ব দিয়ে আসছেন। এক গ্রুপের নিহত কামরুল মাতুব্বর ও অন্য গ্রুপের জামাল শেখ। এলাকায় বেশ কিছুদিন ধরে এই দুই জনের মধ্যে সাপ-বেজির ন্যায় কোন্দল চলছিল। গত দুই সপ্তাহ ধরে জামাল গ্রুপের ককেজন সমর্থক কামরুল মাতুব্বরের সঙ্গে যোগ দেওয়ায় ক্ষিপ্ত হয় জামাল। সেই জের ধরে ঘটনার রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে আমিনুলের মোটসাইকেলে কামরুল, ছলেমানসহ ওরা তিন জন বাড়ী ফিরছিলেন। রাস্তায় ওঁত পেতে থাকা প্রতিপক্ষ জামালসহ গ্রুপের আনুমানিক ১৫জন প্রতিপক্ষ ওদের উপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপাতে থাকে। এসময় ঘটনাস্থলে ছলেমান শরীফ নিহত হন। এবং গুরুতর আহত কামরুল মাতুব্বরকে রাতেই স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গাড়িতেই রাত ২টার দিকে তিনি মারা যান। চালক আমিনুল গাড়ী ফেলে কোপ খেয়ে দৌড়ে প্রাণে বেঁচে যান। তাকে আহত অবস্থায় উদ্ধার কওে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীরা আরো জানায়, জামাল গ্রুপ প্রায় একমাস ধরে কামরুলকে হত্যার পরিকল্পনা নেয়। এ নিয়ে তার বাড়িতে কয়েকদফা মিটিংও করে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নৃশংস হত্যা কান্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক রাতেই এলাকায় গিয়েছি। এক জন ঘটনাস্থলে নিহত হন আরেক জন ঢাকায় মারা যায়। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: