ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মানিকগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা: নিহত ৩

আল আমিন | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০২:২৭

আল আমিন
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০২:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়।

বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। নিহত অন্যজনের নাম পরিচয় জানা যায় নি।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: