ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আল আমিন | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০২:০০

আল আমিন
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০২:০০

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে শামীম (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন একটি ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত শামীম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাও গ্রামের আলমগীর হোসেনের ছেলে।তিনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।

শামীমের স্ত্রী সুরমী জানান, দুপুর সাড়ে ১২টায় কেউ একজন ফোন করে জানায়, আমার স্বামীকে রাজ্জাকের ভাঙারির দোকানে রাজ্জাকসহ কয়েকজন মিলে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেছি।

নিহত শামীমের খালা তানিয়া বলেন, দুপুরে একটি ভাঙ্গারি দোকানে স্থানীয় রাজ্জাকসহ কয়েকজন শামীমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: