ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ২১:০০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ২১:০০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিতরণ গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারাবো হতে আড়াই হাজার পর্যন্ত সকল শ্রেণি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এর আগে রাজধানী ঢাকা ও আশ পাশের এলাকায় গ্যাস সংকটের বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য হ্রাসকৃত হারে গ্যাস সরবরাহের কারণে বিভিন্ন এলাকায় গ্যাস স্বল্পতার সৃষ্টি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।



আপনার মূল্যবান মতামত দিন: