ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মানিকগঞ্জে বাসচাপায় নিহত ১

আল আমিন | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৩:২৮

আল আমিন
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৩:২৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (৫ এপ্রিল) মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নামপরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, দুপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পাটুরিয়াগামী মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানায়, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় গোলড়া হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: