ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ৭ জুন ২০২৩ ২১:৩৮

আল আমিন
প্রকাশিত: ৭ জুন ২০২৩ ২১:৩৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় মা তাছলিমা খাতুন (২৭) ও তার দেড় বছরের শিশু কন্যা মাহি খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তবে মরদেহ উদ্ধারের পর তাছলিমার স্বামী মিন্টু চৌধুরীর খোঁজ মিলছে না। মিন্টু চৌধুরী হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিম (পুরাতন) পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তাছলিমা ও তার মেয়ে মাহির মরদেহ বিদ্যুতের তারে জড়িয়ে থাকা দেখতে পান তাছলিমার শাশুড়ি। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা ছুটে এসে দেখে মা ও মেয়ের নিথর মরদেহ পড়ে রয়েছে।

তাছলিমার স্বামীর পরিবারের দাবি, বিদ্যুতের লাইন থেকে চার্জার ব্যাটারি খুলতে গিয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তবে গ্রামবাসী মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎ লাইনে শরীর স্পর্শ করার কারণে মা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা সম্ভব হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: