
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিশেষ করে ইফতারি পণ্যের বাজারে নজরদারি করা হবে।
রবিবার (৩ এপ্রিল) থেকে অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত থাকবে বাজারে।
শনিবার বিএসটিআইর কার্যক্রমবিষয়ক এক সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা জানান।
শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ কারচুপি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালাবেন বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ অভিযান স্বাভাবিক কার্যদিবসের পাশাপাশি ছুটির দিনও পরিচালনা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: