
নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে এদিক ওদিক না ঘুরে জাতীয় নির্বাচনে আসার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাংবিধানিকভাবে যথাসময়েই জাতীয় নির্বাচন হবে। অন্য কোন স্বপ্ন দেখে লাভ নেই।
শনিবার (২ এপ্রিল) আওয়ামী লীগের সাংগঠনিক ইউনিটগুলোর মাঝে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত ও স্মার্ট রাজনৈতিক দল করতে হবে এবং সেই হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের দলের অভ্যন্তরে গনতান্ত্রিক কার্যক্রম বিদ্যমান আছে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বরেই হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০২৩/২৪ সালে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি আন্দোলনের দিবাস্বপ্ন দেখছে, সে আন্দোলনের নেতৃত্ব দিবেন কে? দণ্ডপ্রাপ্ত আসামীকে ফিরিয়ে আনতে অভ্যত্থান বিএনপির আন্দোলনের ডাক দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। দেশের কোথাও আন্দোলনের যৌক্তিক নেই।বিএনপি আন্দোলনের ডাক দিয়ে জনগণের সাড়া পায়নি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা দিপু মনি, বি এম মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল।
আপনার মূল্যবান মতামত দিন: