ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুড়িল ফ্লাইওভারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ০০:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ০০:৪৩

মাইশা মমতাজ মিম। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল ফ্লাইওভারে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার নাম মাইশা মমতাজ মিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট নামার পথে দুর্ঘটনাটি ঘটেছে।নিহত ওই ছাত্রীকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পেয়েছি। ওখানে তার একটি স্কুটি পাওয়া গেছে।

লাশ সুরতহাল শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, মিমের বাসা উত্তরাতে। তিনি কোথা থেকে কোন দিকে যাচ্ছিলেন- তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কীভাবে ঘটেছে- তার বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি ওসি।বলেন, তারা জানার চেষ্টা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: