ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইমান আর বিবেক-বিবেচনা দিয়ে কাজ করব: ইসি

আল আমিন | প্রকাশিত: ১০ মে ২০২৩ ০৩:৩২

আল আমিন
প্রকাশিত: ১০ মে ২০২৩ ০৩:৩২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, পক্ষপাতিত্বহীন ও প্রভাবমুক্ত নির্বাচন করতে হলে যা যা করা দরকার, সেই কাজগুলো আমরা পরিকল্পিতভাবে এবং সবাই ঐক্যমত হয়ে-উপরে আল্লাহ ইমান আর নিচে বিবেক-বিবেচনা দিয়ে কাজ করব।

আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুর ২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি। সভায় বিভাগীয় ও জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা উপস্থিত ছিল।

এসময় ইভিএম সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ওপেনলি সব দলকে বলেছি আপনারা দেশ-বিদেশের এক্সপার্ট নিয়ে আসেন। দেখেন কিছু করা যায় কি না। তারপরও এই সন্দেহটা কেন থাকবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। ইভিএম দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। ইভিএম দিয়ে ছয়শ’ নির্বাচন হয়েছে। একজন প্রার্থীও তো গেলো না কোর্টে যে, ইভিএম ‘ভুল’।

এবারের সিটি নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাবে প্রত্যাশা করে আহসান হাবিব খান বলেন, ভোটারদের কেন্দ্রে যেতে যাতে কেউ বাধা না দেয়, সেগুলো পুলিশ এবং প্রশাসনসহ অন্য সংস্থার লোকজন দেখবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: