ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মুন্সীগঞ্জে আলুর বস্তা পরিবহন নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ২০:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ২০:৫৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে জুয়েল ফকির (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জুয়েল ওই এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ফুসকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে আলু পরিবহনের কাজে জড়িত ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় নান্নু হাজি (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভোর সোয়া ৪টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: