ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি থেকে বাড়ি ফেরা হলো না রেমিট্যান্স যোদ্ধার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ১৬:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ১৬:০৬

ফাইল ছবি

সৌদিআরব : সৌদি আরবের জেদ্দায় নিজ বাসায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে মুব্বাশির ভূঁইয়া (২৬)নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা।

নিহত মুব্বাশির ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর নগর গ্রামের আবু জাহের ভূঁইয়ার সন্তান।

তথ্যে জানা যায়, সৌদি আরবের জেদ্দায় নিজ বাসায় গত মঙ্গলবার স্ট্রোক করে মৃত্যু বরণ করেন মুব্বাশির।ঈদুল ফিতরের ছুটিতে ২৬এপ্রিল বাংলাদেশে ছুটিতে যাওয়ার সবকিছু ঠিক করা হয়েছিল।

গত ৪ বছর আগে পরিবারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিল মুব্বাশির ভূঁইয়া।এরই মধ্যে গত ৬ মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবারও সৌদিআরব চলে যান।

গত দেড় মাস আগে কোম্পানিতে ছুটি চাইলে ঈদের পর বাংলাদেশে আসার জন্য ছুটি দেয় কোম্পানিটি।সে অনুযায়ী দেশে আসার সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিল।বুধবার (২৬ এপ্রিল) দেশে আসার কথা ছিল।

মুব্বাশির ভূঁইয়ার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এবং পরিবারের সদস্যরা করছেন শোকের মাতম।

নিহত মুব্বাশিরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: