ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মানিকগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ০০:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ০০:১৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা এবং ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় সোমবার (২৮ মার্চ) পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- মো. মাহিম ও ফিরোজ আহম্মেদ।

পুলিশ জানিয়েছে, বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় বাসচাপায় মাহিম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও সিএনজির ত্রিমুখি সংঘর্ষে ফিরোজ আহম্মেদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ সময় আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রউফ সরকার জানান, দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: