ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নরসিংদীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ২০:২৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ২০:২৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সদর থানা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মুক্তা (৪৫) তার মেয়ে ঐশ্বর্য (১০) এবং বাসায় পড়াতে আসার হুজুর মনির (১৮)।

রবিবার (২৭ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নরসিংদী থেকে দগ্ধ তিন জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে মুক্তা ও হুজুর মনিরের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ মুক্তার ভাই আমির বলেন, বাসায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে বোন ভাগ্নিসহ বাসায় পড়াতে আসা এক হুজুর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: