
নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহান (১৫) নামে দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, এক বন্ধুর সঙ্গে হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলেন রোহান। দুপুর ১২টার দিকে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোহান ঘটনাস্থলেই মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাব্বির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রোহান মারা যায়। তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: