ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনের দিকে নজর রাখছে বাংলাদেশ

আল আমিন | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০৬

আল আমিন
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০৬

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে চলমান সংকট পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ। বিবাদমান পক্ষগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে তাদের মতদ্বৈততা দূর করুক, এটাই বাংলাদেশ প্রত্যাশা। পাশাপাশি দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশিদের দেশটি ত্যাগ করার পরামর্শও দিয়েছে সরকার।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, বিবাদমান পক্ষগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে তাদের মতদ্বৈততা দূর করুক, এটাই আমাদের প্রত্যাশা।‘আমরা চাই সংঘাত পরিহার করে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হোক।’

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ‘পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেখছে। বাংলাদেশিদের অনুরোধ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায় যে, ‘সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনও দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন।

বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হয়, যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সাথে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সকল প্রকার ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হলো।’

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: