ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১০

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : খুলে দেয়া হলো রাজধানীর কালশী ফ্লাইওভার।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২ দশমিক তিন চার কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি, উত্তরা-বনানীর সাথে যোগাযোগ সহজ হবে মিরপুরের। চার লেনের ফ্লাইওভারে র‌্যাম্প তিনটি। কালশী মোড় থেকে কালশী সড়কের দিকে নেমেছে, দুই লেনের একটি র‌্যাম্প। ওঠা যাবে মিরপুর ডিওএইচএস এবং ইসিবি চত্বরের প্রান্ত দিয়ে।

২০১৮ সালের ৯ জানুয়ারি, একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। এক হাজার ১২ কোটি টাকা খরচে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

প্রকল্পের বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চারলেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয়লেন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: