ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম আমরা পুনর্বিবেচনা করছি: শিক্ষামন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ ০৪:১৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ ০৪:১৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘আমাদের দেশের তিন চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম আমরা পুনর্বিবেচনা করছি। আমরা চাইছি সেখানে বিএ, বিএসসি, বিকম যারা পড়বে তারা সে কোর্সগুলোর মধ্যে আইসিটি পড়বে, ভাষা পড়বে এবং উদ্যোক্তা হওয়ার জন্য আরো যেসব বিষয় পড়া দরকার সেগুলো পড়বে। যেসব বিষয়ে পড়লে দেশে বিদেশে তাদের কর্মসংস্থান হবে সেসব বিষয় তারা যেনো পড়তে পারে। আমরা চাই সব বিশ্ববিদ্যালয় তাদের কারিকুলাম নিয়ে নতুন করে ভাবুক এবং ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়া লিংকেজ তৈরি করুক।’

শুক্রবার দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ‘যে অনার্স ডিগ্রী বা মাস্টার্স ডিগ্রী নিয়ে পাস করে বের হবে সে যেনো কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে পাস করে। তার যেনো চাকরি পেতে সমস্যা না হয়। সে যদি উদ্যোক্তা হতে চাইলে তা হতে পারে। সেসব দক্ষতা নিয়ে যেনো সে পাস করতে পারে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, গজারিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: