
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজধানী ঢাকায় আয়োজনের দাবিতে মিরপুর-২ নম্বরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করছেন চাকরিপ্রত্যাশীরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে সাত শতাধিক চাকরিপ্রত্যাশী অংশ নিয়েছেন।
এ সময় চাকরিপ্রত্যাশীরা বলেন, পরীক্ষার কেন্দ্র দখলমুক্ত করতে এবং পরীক্ষা দুর্নীতিমুক্ত করতে ঢাকাতেই পরীক্ষা নিতে হবে।
তারা বলেন, ঢাকার বাহিরে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার বিনিময়ে কেন্দ্র বিক্রি হয়ে যায়। যার কারণে প্রকৃত মেধাবীরা চাকুরী পায় না। চাকুরী পায় দুর্নীতিবাজরা।
আপনার মূল্যবান মতামত দিন: