
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। বায়ুদূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা কিউএয়ারের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।
আজ মঙ্গলবার প্রকাশিত ‘বিশ্বের বায়ুর মান প্রতিবেদন-২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ১১৭টি দেশ-অঞ্চলের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়,‘মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত।’
এ প্রতিবেদনটি বাতাসের মধ্যে পিএমটুপয়েন্টফাইভ (PM2.5) নামে পরিচিত এক ধরনের পার্টিকল বা সূক্ষ্ম কণার উপস্থিতি হিসেব করে তৈরি করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পিএমটুপয়েন্টফাইভের গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। আর ২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএমটুপয়েন্টফাইভের গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম।
দূষিত দেশের তালিকায় পাকিস্তান ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় ও পঞ্চম।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: