ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আপাতত হাতিরঝিলে কোনো উচ্ছেদ নয়: আপিল বিভাগ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩ ২৩:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩ ২৩:৪৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাতিরঝিল এলাকায় রেস্টুরেন্ট ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে রাজউককে নিয়মিত আপিল করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। গত ২৪ মে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

পরে রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাজউক। রায়ে চার দফা নির্দেশনা দিয়ে বলা হয়, ঢাকার ফুসফুস বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকা জাতীয় সম্পত্তি। এই এলাকায় হোটেল, রেস্টুরেন্টসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বরাদ্দ এবং নির্মাণ সংবিধান, পরিবেশ আইন, পানি আইন ও তুরাগ নদের রায় অনুযায়ী বেআইনি এবং অবৈধ।

আর হাতিরঝিল প্রকল্প এলাকায় বরাদ্দ করা সব হোটেল, রেস্টুরেন্ট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ এবং এখতিয়ারবহির্ভূত মর্মে এসব বরাদ্দ বাতিল ঘোষণা করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন: