ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইবিতে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ ০২:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ ০২:১৯

ছবি : সংগৃহীত

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সভাপতিবৃন্দের অংশগ্রহণে সোমবার (১৯ ডিসেম্বর) প্রশাসন ভবনের ৩য় তলায় সকাল ১১.০০টায় এ আইকিউএসি উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যের রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এছাড়া সভাপতির বক্তব্যে এপিএ টিমের আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বক্তব্য রাখেন। অপর বিশেষ অতিথি ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান কর্মশালায় বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম। ইনোভেশন টিমের সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন খান উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: