ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ০২:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ০২:৫৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। এসময় রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ। বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা ইট ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রস্তুত ছিল প্রিজন ভ্যান ও জলকামানও।

এদিকে সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।

আগামী ১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। এরইমধ্যে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সূত্র: চ্যানেল২৪।



আপনার মূল্যবান মতামত দিন: