ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্যারিকেড দিয়ে খালেদা জিয়াকে চাপে রাখা হচ্ছে

আল আমিন | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ০২:১৫

আল আমিন
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ০২:১৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। রাস্তায় দুই দিকে দেওয়া হয়েছে ব্যারিকেড। এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাকে চাপে রাখা হচ্ছে। আমরা ব্যারিকেড সরিয়ে নেওয়ার জোর দাবি জানাচ্ছি’।

আজ রবিবার বিএনপি’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেছেন, ‘আমরা সারাদেশে এতগুলো সমাবেশ করেছি। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। শত উসকানির মুখে আমাদের নেতাকর্মীরা ফাঁদের মুখে পা দেয়নি। ঢাকায় যে সমাবেশ হবে সেটাও শান্তিপূর্ণ হবে। ঢাকার গণসমাবেশ বানচাল করার জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে’।
তিনি আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার করছে। অবিলম্বে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ যাচ্ছি’।

মির্জা ফখরুল আরও দাবি করেন, ‘বিএনপির জনসমাবেশ নিয়ে বিভ্রান্তি তৈরি করার জন্য জঙ্গি নাটকের অবতারণা করা হয়েছে। আমি এই ঘৃণ্য চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি’।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: