
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারিয়েছেন শ্রমিকসহ দু’জন। মৃতরা হলেন-কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আনসার প্রামাণিকের ছেলে শ্রমিক শরিফুল প্রামাণিক (৩৫) ও পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার এলাকার রাজু কুমার দাসের ছেলে সাগর কুমার দাস।
শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলা শহরের আনন্দধাম দাস পাড়ার একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারান তারা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দাসপাড়ার নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নামেন নির্মাণ শ্রমিক শরিফুল। এরপর তার কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত সবাই ধারণা করেন যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। পরে শরিফুলকে উদ্ধার করতে ওই বাড়ির সাগর সেপটিক ট্যাংকেতে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। এসময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন। এ অবস্থায় তাদের হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: