ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শরীয়তপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩০

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ০০:০৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ০০:০৫

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক : সকাল ১০ টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো বিআরটিসির বাসটি। জামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসকে‌ সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

শরীয়তপুরে বিআরটিসি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। জেলার ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে নড়িয়ার জামতলা এলাকায় বেলা ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০ টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো বিআরটিসির বাসটি। জামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসকে‌ সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

বাসের ভেতরে কেউ আটকা নেই বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসেন। তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

বাস উদ্ধার হওয়ার আগ পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: