ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঢাকায় ৩০ কোম্পানির বাসে আজ থেকে ই-টিকিট

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ২০:৪২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় মিরপুর কেন্দ্রিক ৩০ কোম্পানির বাসে আজ রবিবার (১৩ নভেম্বর) থেকে ই-টিকেট চালু হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ কথা জানিয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) ইস্কাটনে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরে সব কোম্পানি অর্থাৎ ৬০টি কোম্পানির ৩,৩১৪টি বাস ই-টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে।

এছাড়া পাশ্বর্বতী শহর থেকে ঢাকায় প্রবেশ করা ৩৭টি কোম্পানির বাসসহ মোট ৯৭ কোম্পানির ৫,৬৫০ বাস আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটের আওতার আনার কথাও জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব।

এর আগে গত ২২ সেপ্টেম্বর থেকে ঢাকায় কয়েকটি বাসে পরীক্ষামূলকভাবে ই-টিকিটিং চালু করা হয়েছিল। তখন আটটি কোম্পানির বাস ই-টিকিটিং পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: