ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ২৩:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ২৩:৪৭

ছবি : সংগৃহীত

ফরিদপুর থেকে : ফরিদপুরের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ফরিদপুরে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এদিকে টুজি সেবা চালু থাকায় ফরিদপুরের মোবাইল ব্যবহারকারীরা ফোন করতে পারছেন। কিন্তু, ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

সমাবেশে আসা মাদারীপুরের একটি ইউনিয়নের বিএনপির এক নেতা বলেন, রাতে এখানে ইন্টারনেটের গতি কম ছিল। সকালে ইন্টারনেট বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি।

এর আগে গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: