
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ভিটি মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক খালেদ মাহমুদ জানান, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাইক্রোবাসটির চালকসহ তিনজনের।
তিনি আরো জানান, বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ উদ্ধারের পর থানায় পাঠানো হয়েছে এবং তাঁদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: