ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বরিশাল-ঢাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক, চলছে বাসও

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ১৯:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ১৯:৫২

ছবি : সংগৃহীত

বরিশাল থেকে : বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল শুরু হয়েছে। বরিশাল-ভোলা রুটে স্পিডবোটও চলছে।

মালিক সূত্রে জানা গেছে, রবিবার (৬ নভেম্বর) সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণসহ ১২টি রুটে লঞ্চ এবং দূরপাল্লাসহ আগের মতো বিভিন্ন রুটে বাস চলাচল করছে।

বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, নদীবন্দরে নোঙর করে রাখা এমভি সুন্দরবন-১১, এমভি প্রিন্স আওলাদ ও এমভি পারবত-১৮ এই তিনটি বড় লঞ্চে যাত্রী তোলা হয়েছে। রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯টার মধ্যে যাত্রী নিয়ে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ ১৪টি রুটে এবং রুপাতলী বাস টার্মিনাল থেকে ২১টি অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এখনও বরিশাল নদীবন্দর থেকে ১২টি নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: