
ভাঙ্গা (ফরিদপুর) থেকে : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নবীন মাতুব্বর (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত নবীন ওই গ্রামের হতদরিদ্র ফারুক মাতুব্বরের ছেলে। নিহত কিশোর নবীন ভ্যান চালিয়ে সংসার চালাত।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে জায়গা জমি নিয়ে সালিশ বৈঠক শেষে দুই পক্ষের মাঝে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
কিশোর নবীন হত্যার প্রতিবাদে সন্ধায় উত্তেজিত গ্রামবাসী ঘরবাড়ি ভাংচুরের চেষ্টা করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই গ্রামের মুক্তিযোদ্ধা মান্নান ডাক্তার গ্রুপের সঙ্গে একই গ্রামের মহাসিন, হারুন মাতুব্বর এদের সাথে বহুদিন ধরে চৌধুরী বাড়ি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে শনিবার সকাল থেকে ওই চৌধুরী বাড়িতেই এক ময়ালি শালিস বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী কয়েক ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। দলিল পর্চা দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেলে দ্বিতীয় সালিশের জন্য আরেকদিন তারিখ দিয়ে বৈঠক মুলতবি করা হয়। সালিশ চলে যাওয়ার পরে উভয় গ্রুপের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গুরুপই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কিশোর নবীন মাতুব্বরকে মান্নান ডাক্তার গংরা কুপিয়ে মারাত্মক আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় নবীনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সাথে সাথে তাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবীনকে মৃত্যু ঘোষণা করেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় ভাংগা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজন খুন হয়েছে। এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: