ঢাকা | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভাঙ্গায় নসিমনে কেড়ে নিল এক মাতুব্বরের প্রাণ

বিদেশবার্তা | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০৭:৪১

বিদেশবার্তা
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০৭:৪১

ছবি : সংগৃহীত

ভাঙ্গা (ফরিদপুর) থেকে : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি গ্রামের আঞ্চলিক সড়কে নসিমনে কেড়ে নিল বাচ্চু (৫৫) নামের এক মাতুব্বরের প্রাণ। নিহত বাচ্চু মাতুব্বর সুয়াদী গ্রামের মৃত্যু রাশেদ মাদবরের ছেলে।

শুক্রবার রাতে এশার নামাজ পড়তে মসজিদের যাওয়ার সময় এই দুর্ঘটনায় পড়ে।

এলাকাবাসী জানায়, নিহত বাচ্চু গতরাতে এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তায় রবিউল নামের এক নসিমন চালক ধান মাড়াই মেশিন, নসিমনে করে যাচ্ছিল। সাইট দেওয়ার পরেও তাকে মেশিনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শনিবার দুপুরে তার দাফন সম্পন্ন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: