ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
বিএনপির রংপুর সমাবেশ

১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে রওয়ানা ৩০ নেতা-কর্মীর

সেলিম সোহেল | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ১৬:৩৮

সেলিম সোহেল
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ১৬:৩৮

বিএনপির রংপুর সমাবেশে সাইকেল চালিয়ে রওয়ানা

ডেস্ক রিপোর্ট ঃ পরিবহন বন্ধ থাকায় বিএনপির গণসমাবেশে যোগ দিতে বাইসাইকেল নিয়ে ঠাকুরগাঁও থেকে রওনা দিয়েছেন বিএনপি ও যুবদলের ৩০ জন নেতা-কর্মী। তারা সঙ্গে নিয়েছেন চিড়া, মুড়ি, কলা ও গুড়।

রংপুরে বিএনপির গণসমাবেশ শনিবার। এর এক দিন আগে আজ শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে রংপুর জেলা বাস মালিক সমিতি।

শুক্রবার ভোরে দেখা গেছে, সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের নাসিমুল, আফজাল ও শরিফুল ইসলামসহ রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের ৩০ জন নেতা-কর্মী। নিজেদের সাইকেলে শুকনো খাবার, পানি ও বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তাঁরা যাত্রা শুরু করেছেন।

বেগুনবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী শরিফুল ইসলাম বলেন, আগে নেতা-কর্মীরা হেঁটে মাইলকে মাইল যেতেন সভা-সমাবেশে। আমরা যাচ্ছি সাইকেলে।

একই ইউনিয়ন যুবদল নেতা বলেন, সমাবেশে যোগ দিতে যাচ্ছি—এ কথা জানলে আবার ক্ষমতাসীন দলের লোকেরা, প্রশাসন আটকে দেয় কি না, সেই দুশ্চিন্তায় আছি। আমাদের অনেক নেতা-কর্মীর ওপরেই মামলা ঝুলে আছে। তবে বিভাগীয় এসব গণসমাবেশের মাধ্যমে দল আবার পুনরুজ্জীবিত হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনসারুল হক বলেন, পরিবহন ধর্মঘটের কারণে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি। এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের নেতা-কর্মীদের কোনো রকমের হয়রানি করেনি। আজ সন্ধ্যার আগে রংপুরের সমাবেশের উদ্দেশে যাত্রা শুরু করব।



আপনার মূল্যবান মতামত দিন: