ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খুলনায় বিএনপির গণসমাবেশ শুরু (ভিডিও)

আল আমীন | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০১:১১

আল আমীন
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০১:১১

খুলনায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টার পর কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এখন বক্তব্য রাখছেন দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা। 

গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।

নগরীর ডাকবাংলো মোড়ে বিএনপির সমাবেশ এলাকায় গিয়ে দেখা যায়, তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতাকর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। আবার তীব্র রোদের কারণে অনেকে সড়কের পাশে ছায়ায় জড়ো হয়েছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। থাকছে ড্রোন ক্যামেরায় নজরদারি। এছাড়া শৃঙ্খলার দায়িত্ব পালনে কাজ করছেন ৪০০ স্বেচ্ছাসেবক।

ভিডিও লিংকঃ

https://fb.watch/gjvjrOHsZJ/



আপনার মূল্যবান মতামত দিন: