ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শালী-দুলাভাইসহ নিহত-৩

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ২২:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ২২:১০

ফাইল ছবি

সাঁথিয়া (পাবনা) থেকে : পাবনার সাঁথিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শালী মাহবুবা (২৫)-দুলাভাই ফরমান আলী (৩৫) নিহত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার ভিটেপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ফরমান আলী আমিনপুর থানার ভাটিকরা চরপাড়া গ্রামের আনসার শেখের ছেলে। মাহবুবা মাধপুর চরপাড়া গ্রামের জামালের মেয়ে। তারা দুজন শালী-দুলাভাই।

সাঁথিয়ার থানার এসআই হায়দার আলী নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তারা দুজনেই গাজীপুরে ডিবিএল গার্মেন্টেস এ চাকুরি করতো। শুক্রবার রাতে মাধপুর ফরমান আলীর শশুর বাড়ি থেকে রাত ৮টা দিকে তাদের কর্মস্থল গাজিপুর যাচ্ছিল। পথি মধ্যে ভিটেপাড়া নামকস্থানে পৌছিলে যে কোন বড় বাস তাদেরকে চাপা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ভোরে লোকমারফত খবর পেয়ে বেড়া কায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করে মাধপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার খবর দিতে গেলে মাধপুর হাইওয়ে পুলিশের ফোন রিসিভ না হওয়ায় পরে ৯৯৯ এ ফোন দিয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ দিকে ঘটনার ৩ ঘন্টা পার হলেও তাদের কোন খবর পাওয়া যায় নাই। পরে লাশ কারার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।



আপনার মূল্যবান মতামত দিন: