ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ইউনিট চালুর সিদ্ধান্ত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০১:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০১:৫৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : দিন দিন ডেঙ্গুর রোগীর চাপ বেড়েই চলছে। যার কারণে হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন বলেন, রাজধানীর কোনো হাসপাতালেই সিট ফাঁকা নেই। তারপরেও নতুন রোগীদের ফেরত পাঠানো হচ্ছে না। মেঝেতে হলেও তাদের জায়গা এবং চিকিৎসা সেবা দিচ্ছি। সচিব বলেন, প্রতিটি হাসপাতালে মশারি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। রোগী না নিয়ে এলেও হাসপাতাল থেকে মশারির ব্যবস্থা করে দিতে হবে।

আনোয়ার হোসেন বলেন, হটস্পটগুলোতে দ্রুত অভিযানের ব্যবস্থা নিতে সিটি করপোরেশনগুলোকে বলা হয়েছে। এ ছাড়া মিডিয়া ফোকাস, সবাইকে পার্টিসিপেট, ময়লা দ্রুত পয়ঃনিষ্কাশ ব্যবস্থা গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।তিনি আরও বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে অভিযান পরিচালনা করেও কিছু করতে পারব না। আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। ডাবের খোসা আমাদের জন্য সর্বনাশের কারণ।

এরআগে সর্বোচ্চ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৫ জন। একই সময়ে ডেঙ্গুজ্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৭৬৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। রবিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪৭ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫২৩ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১,৯৫৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৯০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫,১৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২,২৪০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: