ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আজ থেকে দুই রুটে চলবে নগর পরিবহন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৬:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৬:১৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ২২ ও ২৬ নম্বর ঘাটারচর থেকে স্টাফ কোয়ার্টার ও কদমতলী রুটে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নগর পরিবহন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

বুধবার (১২ অক্টোবর) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় বসিলা যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে ২২ নম্বর (ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার) ও ২৬ নম্বর (ঘাটারচর-কদমতলী) রুটে ‘ঢাকা নগর পরিবহন’ বাসসেবা উদ্বোধন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর ২৩ নম্বর রুটে (ঘাটারচর থেকে কাঁচপুর) ‘ঢাকা নগর পরিবহন’ সেবা চালু করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: