ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আশা করি, কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবে: পররাষ্ট্রমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০০:৫৭

আল আমিন
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০০:৫৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কূটনীতিকরা যথেষ্ট ম্যাচিউর। আশা করি, তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন’।

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর ঢাকা সফর সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, তখন তারা আমার দেশের বিষয়ে জিজ্ঞাসা করতেন। তবে পরে আমি যখন কূটনীতিক ছিলাম, তখন তারা আমাকে আর দেশের কোনো বিষয়ে জিজ্ঞাসা করেনি। আপনারা কূটনীতিকদের কাছে কেন ধর্না দেন’।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: