ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা হুমকি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ২২:৪৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ২২:৪৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ইউক্রেনে ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া।

দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তাদের ভারসাম্যহীন প্রকৃতির কারণে রাশিয়া যথাযথ পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে রাশিয়ার কোনো স্বার্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সের্গেই রিয়াবকভ বলেন, আমরা সতর্ক করছি এবং প্রত্যাশা করছি, ওয়াশিংটন এবং পশ্চিমারা নিয়ন্ত্রণহীন উত্তেজনা বৃদ্ধির বিপদ উপলব্ধি করবে। সূত্র: সিএনএন।



আপনার মূল্যবান মতামত দিন: