ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গুলশানে স্পা সেন্টারে অনৈতিক কাজ, নারীসহ আটক ২৫

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৯:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৯:৪৩

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৯ নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, অভিযান চালানো এসব স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়। স্পা সেন্টারগুলো হচ্ছে, গুলশান-১ এর লোটাস থাই স্পা, গুলশান-২ এর দ্য বেস্ট স্পা ও অপ্পো থাই স্পা সেন্টার। অভিযানে আটকদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, এসব স্পা সেন্টারে স্পার বদলে পতিতাবৃত্তি পরিচালিত হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল। পরে স্পা সেন্টারগুলো থেকে ২৫ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: