ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের দিকনির্দেশনা দিলেন নির্বাচন কমিশনার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২১:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ২১:৫০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের গুরুত্বের কথা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের স্মরণ করিয়ে দিয়ে দিকনির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৮ অক্টোবর) সকালে আসন্ন জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন উপলক্ষ‍্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে মতবিনিময় শুরুর আগে স্বাগত বক্তব্যে সিইসি এসব বিষয়ে কথা বলেন।

সিইসি বলেন, সাংবিধানিক দায়িত্বের বিষয়েই কমিশনের সাথে এই আলোচনা। সামনে বেশ কিছু উপনির্বাচন এবং জাতীয় নির্বাচন রয়েছে। এসময়ে প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। তাদের নিয়ে এ আলোচনা ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচন, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন ও ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ২ নভেম্বর স্থানীয় সরকারের বেশ কয়েকটি নির্বাচন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: