ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইভিএমে নির্বাচনে অংশ নেবে জাপা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০০:৩৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২ ০০:৩৮

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : শুরু থেকে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে থাকা জাতীয় পার্টি ইভিএমে আপত্তি থাকা স্বত্তেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখতেই গাইবান্ধা -৫ আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। তবে আগামী সংসদ নির্বাচনে পরিস্থিতে দেখে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বের একটি টিম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে দেখা করতে আসেন। সিইসির সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘যদিও আমরা ইভিএমের নির্বাচনের পক্ষে না। গাইবান্ধা-৫ উপ-নির্বাচনটা ইভিএমে হবে। কিন্তু আমাদের (জাতীয় পার্টির কালচার আছে আমরা নির্বাচন বর্জন করি না। নির্বাচন বর্জন করাকে আমরা মনে করি গণতন্ত্রকে ব্যাহত করবে। তাই আমরা প্রতিবাদ হিসেবে সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করছি৷ সেই নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসেছিলাম।’

ইভিএমের ভোটে সিসিটিভি থাকবে কি না সে বিষয়ে জানতে চেয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘ইভিএমে নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি দলীয় সিদ্ধান্ত নিয়ে। যদিও আমরা নীতিগতভাবে ইভিএমের নির্বাচনের বিরুদ্ধে। তারপরও আমরা বলছি এই নির্বাচনটা যদি ফেয়ার করতে পারেন৷ মানুষের কিছুটা আস্থা আসতে পারে। নির্বাচন বিশ্বাসযোগ্য করতে কি কি পদক্ষেপ নিবেন সেই বিষয়ে আমরা তাদের বলেছি। তারাও আমাদের বলেছে।’

সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গত ২৪ জুলাই গাইবান্ধা ৫ সংসদীয় আসন শূন্য হয়৷ আগামী ১২ অক্টোবর এ আসনে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: