ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বার্থে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য : রব

আল আমিন | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ০৬:০৩

আল আমিন
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ০৬:০৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য হয়ে পড়েছে। বিদ্যমান অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের পতন, অমানবিক নিপীড়নমূলক রাষ্ট্র-ব্যবস্থার উচ্ছেদের লক্ষ্যেই আমাদের এই যুদ্ধ প্রয়োজন।

তিনি বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি। এবার জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের রূপ হবে গণআন্দোলন, গণজাগরণ এবং গণঅভ্যুত্থানমূলক।

আজ রাজধানীর উত্তরার বাসভবনে অনুষ্ঠিত জেএসডির স্থায়ী কমিটির সভায় আ স ম আবদুর রব এসব কথা বলেন।

আ স ম রব বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, আঞ্চলিক ও ভূ-রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির বন্ধ্যাত্ব এবং সীমাবদ্ধতাকে গভীরভাবে পর্যালোচনা করতে না পারলে, বাংলাদেশের অখণ্ডতা চরম ঝুঁকিতে পড়বে।

সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বার্থে 'দ্বিতীয় মুক্তিযুদ্ধ' হবে একমাত্র রক্ষাকবচ। দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম নিয়ামক শক্তি হবে জেএসডি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: