ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কালিহাতীতে ট্রাকের ত্রিমুথী সংঘর্ষে চালক নিহত

আল আমিন | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০২:৫৬

আল আমিন
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২ ০২:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী  উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় তিন ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। রবিবার (১৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক শাহিন আলম (৩০) বগুড়ার মাগুরগাড়ী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। আহত টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের দানেছ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, নিহত ট্রাক চালক শাহিন আলম বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছালে টাঙ্গাইলগামী আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শেরপুরগামী ট্রাক চলকের মৃত্যু হয় এবং আহত হয় অপর ট্রাক চালক রফিকুল।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: