ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সরকারের পতনের সাইরেন বাজতে শুরু করেছে : মির্জা ফখরুল

আল আমিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০২:০৬

আল আমিন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০২:০৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মৃত্যুর মাধ্যমে যে ইতিহাস রচনা করলো তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে।

তিনি বলেন, শাওন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনোদিনও বিস্মৃত হবে না। আওয়ামী সরকারের অন্যায়ের বিরুদ্ধে অসম সাহসী এ যুবদল নেতাকে দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শাওন ঢামেকে মারা যাওয়ার পর এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলেই সরকার এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।

মির্জা ফখরুল বলেন, আমি শহীদুল ইসলাম শাওনের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিকেলে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবদল নেতা শাওন গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: