ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ০০:৪৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২ ০০:৪৭

ছবি : সংগৃহীত

শৈলকুপা (ঝিনাইদহ) থেকে : ক্রিকেটার আল আমিন হোসেনকে নারী নির্যাতনের অভিযোগে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় এক মানববন্ধন হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আলামিন হোসেনের স্ত্রী নুসরাত মিশুর স্বজন ও তার এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর উপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ছেলের ভরণ পোষনের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ৫নং কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আলামিনের স্ত্রীর বাবা ছবিবর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

স্থানীয় কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, অবিলম্বে স্ত্রী নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা তদন্তসহ আলামিনকে বিচারের আওতায় আনা হোক এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা হোক।



আপনার মূল্যবান মতামত দিন: