
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চান্স প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বোরহানউদ্দিন যুব কল্যাণ ফাউন্ডেশন।
শুক্রবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর ফার্মগেট কনকর্ড টাওয়ারের ৫ম তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যেমে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন যুব কল্যাণ ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুবিদ ও ব্যবসায়ী বোরহান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির বিন হারুন ও শাহজালাল।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ হাসানুজ্জামান ও সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন যুব কল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি : মুহসিন হাওলাদার চুন্নু, সিনিয়র সহ-সভাপতি : রিয়াদুল ইসলাম, সাধারণ সম্পাদক : মনিরুল ইসলাম ফরাজী, অর্থ সম্পাদক : শাহীন খান রেজাউল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য: আজীম উদ্দিন, ইকবাল, সাইফুল, হাছনাইন, কাউছার আহমেদ ও মাহদী প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বোরহানউদ্দিন যুব কল্যাণ ফাউন্ডেশন নামের সামাজিক এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এরপর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখছে।
আপনার মূল্যবান মতামত দিন: