ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে : আইনমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৯

আল আমিন
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, স্বজনরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।

আজ শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচারিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চলতি মাসের শেষের দিকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে, শেষ হলে ফের সরকার মেয়াদ বাড়াবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ওনারা (পরিবার) বাড়াতে চান কি না সেটা ওনাদের ওপর নির্ভর করবে। যদি ওনারা এটার মেয়াদ বাড়াতে চান, আমি একটু বলতে পারি অবশ্যই সরকার এটার মেয়াদ বাড়াবে।’

তিনি বলেন, ‘আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।’

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: