ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সার্চ কমিটির ২০ জনের তালিকা প্রকাশ

আল আমিন | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১৬

আল আমিন
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বেলা ১১টার দিকে শুরু হওয়া বৈঠকে নির্বাচন কমিশন গঠনে প্রাথমিকভাবে ২০ জনের তালিকা তৈরি করেছে সার্চ কমিটি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সার্চ কমিটির বৈঠক শেষে শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

তিনি বলেন, ‘বৈঠক শেষে আমরা প্রাথমিকভাবে ২০ জনের নামের একটি তালিকা করেছি। এই তালিকা থেকে আগামী দিনে আরও দু-একটি বৈঠক শেষে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।’

সামসুল আরেফিন আরও বলেন, তালিকা চূড়ান্ত করতে আগামীকাল বিকেলে আরেকটি বৈঠক হবে। ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে কমিটি রাষ্ট্রপতির কাছে পাঠাবে।

বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে আরও উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক প্রমুখ।

বিদেশ বার্তা/এএএ

 



আপনার মূল্যবান মতামত দিন: